রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভবনে অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা আর প্রত্যেক দগ্ধের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেবে শ্রম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডে ৭০ জন নিহতের ঘটনায় গভীর শোক ও হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
প্রসঙ্গত রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।
হতাহতদের পরিচয় শনাক্ত না হলেও তাদের অধিকাংশই পুরান ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী বলে ধারণা করা হচ্ছে।
Leave a reply