চকবাজারে আগুনে পোড়া ভবনের নীচে বিপুল পরিমান কেমিক্যালের সন্ধান

|

আগুনে পুড়ে যাওয়া ভবনের নিচতলায় বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ পাওয়া গেছে। এগুলো রাসায়নিক পণ্য হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. সালেহ উদ্দিন।

তিনি জানান ক্ষতিগ্রস্ত ভবনে তল্লাশি চালানোর সময় বেজমেন্টে গুদামের সন্ধান পাওয়া যায়। যেখানে অসংখ্য প্লাস্টিকের কন্টেইনারে বিপুল পরিমান রাসায়নিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বেজমেন্টে বিপুল পরিমান পলিথিনের বস্তাও পাওয়া যায়। ফায়ার সার্ভিস বলছে শিল্প কারখানায় ব্যবহারের জন্য কয়েকশ টন রাসায়নিক রয়েছে গুদামটিতে। এসব রাসায়নিক কতোটা দাহ্য সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলছে। আবাসিক ভবনে কোন ধরণের সতর্কতা ছাড়াই কেমিক্যালের মজুদ সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply