বলিউড অভিনেত্রী হেমা মালিনী বেশ ক’বছর ধরে ভারতের চরম সাম্প্রদায়িক দল বিজেপির রাজনীতিতে সক্রিয় আছেন। বর্তমানে তিনি উত্তর প্রদেশের মাথুরা থেকে বিজেপির এমপি। মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক সময়ের বলিউডি এই ‘স্বপ্ন কন্যা’কে কাজে লাগাতে চান গরুদের উন্নয়ন কাজে।
গরু সংক্রান্ত নানা বিষয়ে পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত মাসে ভারতে একটি গরু কমিশন (গাউ সেবা আয়োগ) গঠন করা হয়। সংস্থাটির কাজ হবে গরু সংরক্ষণ, তাদের বসবাস সংক্রান্ত পরিবেশের উন্নয়ন ইত্যাদি দেখভাল করা। এই কমিশনের উত্তর প্রদেশ কমিটি চাচ্ছে তাদের প্রচারের জন্য হেমা মালিনীকে ব্রান্ড এম্বাসেডর হিসেবে নিয়োগ দেবে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হেমা মালিনীকে ইতোমধ্যে এ বিষয়ে লিখিত প্রস্তাব দেয়া হয়েছে। তিনি এমন কাজের জন্য এক পায়ে খাড়া আছেন বলেও জানিয়েছেন। উত্তর প্রদেশ সরকারের প্রস্তাবে প্রেক্ষিতে মালিনী বলেছেন, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, গরু যে একটি অতি উপকারী প্রাণি সেজন্য এটির উন্নয়নে এবং গরু-জাত বিভিন্ন পণ্যের প্রচারণার জন্য তিনি কাজ করতে পারলে খুবই খুশি হবেন।
Leave a reply