‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’- সামাজিক মাধ্যমে এমন অপপ্রচার চালানোর কারণে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়েছে।
সম্প্রতি পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেইজে প্রকাশিত ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওতে দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাই চাননি; তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন।
জানা গেছে, ওই ফেসবুক পেইজটি ঢাকাস্থ পাকিস্তানি হাইকমিশন থেকে পরিচালিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে কিছু প্রচারের দায় তাড়া এড়াতে পারে না।
এর আগেও পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেইজে অন্য দেশের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তার মধ্যে সুস্পষ্ট উসকানি রয়েছে। ঐতিহাসিকভাবে স্বীকৃত বিষয়াদি নিয়ে পাকিস্তান হাইকমিশনের নতুন করে বিতর্ক সৃষ্টির চেষ্টা উদ্দেশ্যপূর্ণ ও দূরভিসন্ধিমূলক বলে মনে করছে বাংলাদেশ।
Leave a reply