ভ্রাম্যমান আদালতে আদায়কৃত টাকা সরকারি খাতে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে মেহেরপুরের সাবেক ইউএনও’র বিরুদ্ধে। মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জেলা প্রশাসক বরাবরে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ নিয়ে শুনানির পর তদন্ত শুরু হয়েছে।
রোগাক্রান্ত পশুর মাংস বিক্রির অভিযোগে গত বছর মুজিবনগরের ব্যবসায়ি ময়না হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এর আগে শফিকুল ইসলাম ও বজলুর রহমান নামের দুই ইটভাটা মালিককে কাঠ পোড়ানের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার প্রায় এক বছরেরও বেশি সময় পর এই ব্যবসায়ীরা মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করছেন। তারা বলছেন, জরিমানার টাকা সরকারি কোষাগারে দেয়ার বদলে আত্মসাৎ হয়েছে।
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চলমান থাকায় এ বিষয়ে জেলা প্রশাসক মন্তব্য করতে রাজি হননি। শিগগিরই পুরো বিষয়টি খোলাসা হবে।
দেখুন যমুনার প্রতিবেদন-
Leave a reply