‘প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায় ছিনতাইকারী’

|

চট্টগ্রামে বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট BG 147 জরুরী অবতরণ করেছে। একইসাথে বিমানের ভিতরে ক্রুদের জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর ভিত্তিতে রানওয়ের চারিদিক ঘিরে রেখেছে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

(চট্টগ্রাম-৮) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল জানান, তিনি ঘটনার সময় চট্টগ্রাম বিমান বন্দরে ছিলেন, তার সাথে পাইলটের সাথে কথা হয়। পাইলট তাকে জানায় ছিনতাইকারী বাঙালি ও সাথে অস্ত্র রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান।

এদিকে বর্তমানে বিমানবন্দরে সব ধরণের বিমান উঠা নামা বন্ধ রয়েছে একইসাথে বিমান থেকে পাইলটসহ, ফার্স্ট অফিসার, স্টাফ ও যাত্রীরা নেমে গেছেন। তবে এখনো বিমানের ভিতরে রয়েছেন ২জন ক্রু ও সন্দেহভাজন ব্যক্তিরা, এদের মধ্যে একজন অস্ত্রধারী বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের রানওয়েতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি পৌছেছে।

সূত্র জানায়, দুবাইগামী বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি আজ বিকেল ৩:২০ টায় ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply