গতকালের বিমান ছিনতাইকারীর পরিচয় নিশ্চিত করছে র্যাব। নাম পলাশ আহমেদ, বাড়ি নারায়ণগঞ্জ।
র্যাব জানায়, বিমানের উড়োজাহাজ ছিনতাইকারীর ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করে র্যাবের ডাটাবেইজের একজনের তথ্যাদির সঙ্গে মিল পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ছিনতাইকারীর নাম মো: পলাশ আহমেদ, পিতা: পিয়ার জাহান সরদার, ঠিকানা: দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
র্যাব আরও জানায়, উক্ত বিমানের পেসেঞ্জার লিস্ট অনুযায়ী ছিনতাইকারী অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। নাম উল্লেখ ছিল AHMED/MD POLASH. সিট নং ছিল-17A.
এর আগে গতকাল বিমানের চট্টগ্রামগামী ফ্লাইটটি যখন মাঝ আকাশে, তখন এক ব্যক্তি পাইলটকে অস্ত্র ঠেকিয়ে উড়োজাহাজটি জিম্মি করেন। অবস্থা বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়। জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ।
সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ৭টা ১৭ মিনিটে অভিযান পরিচালনা করে। এটি শেষ হয় ৭টা ২৫ মিনিটে। এ সময় ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়। পরে নিহত হয়।
Leave a reply