বিমান ছিনতাই চেষ্টাকারীর শেষ স্ট্যাটাস

|

বিমান ছিনতাইকারী পলাশ আহমেদ ফেসবুকে মাহিবি জাহান নামে পরিচিত। ছিনতাইয়ের আগে আগে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন  ‘ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে’।

ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় আরও  চমকপ্রদ তথ্য, বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলা তার স্ত্রী।

শেষ স্ট্যাটাসের আগের স্ট্যাটাস দেন ২৫ জানুয়ারি। সেখানে নায়িকা শিমলার সাথে ভিডিও দিয়ে লিখেন, জাস্ট সি ইউ সুন।

ফেসুবকে বিভিন্ন ছবিতে ঘনিষ্ঠভাবে দেখা যায় শিমলা-পলাশকে।

এদিকে স্থানীয়দের  সাথে কথা বলে আরও জানা যায়, নারায়ণগঞ্জে সে পলাশ নামেই পরিচিত। মাদ্রাসা থেকে দাখিল পাস করে। পরে শর্ট ফিল্ম নির্মাণে জড়িয়ে পড়ে। পল্লীকবি জসিম উদ্দিনের ‘কবর’ কবিতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন পলাশ।

এরআগে বিমানের উড়োজাহাজ ছিনতাইকারীর ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করে র‍্যাবের ডাটাবেইজের একজনের তথ্যাদির সঙ্গে মিল পাওয়া যায়। তথ্য অনুযায়ী, ছিনতাইকারীর নাম মো: পলাশ আহমেদ, পিতা: পিয়ার জাহান সরদার, ঠিকানা: দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

র‍্যাব আরও জানায়, উক্ত বিমানের পেসেঞ্জার লিস্ট অনুযায়ী ছিনতাইকারী অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। নাম উল্লেখ ছিল AHMED/MD POLASH. সিট নং ছিল-17A.


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply