বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় মামলা দায়ের

|

মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের ঘটনায় নিহত পলাশ আহমেদ এবং অজ্ঞানামা কয়েকজনকে আসামি করে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে আজ সোমবার রাতে মামলা করেছেন।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইন ২০১৩ এর ১৩ ও ৬ (১) ধারা এবং বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন-১৯৯৭ এর ১১ (২) ও ১৩ (২) ধারায় মামলা করা হয়েছে।

বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইনের ১১ (২) ধারা অনুযায়ী কোনো বিমান উড্ডয়নে থাকাকালে বল প্রয়োগের মাধ্যমে বা ভীতি প্রদর্শন বা অন্য কোনো উপায়ে বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা দখলের চেষ্টা করলে তা হবে অপরাধ। এর শাস্তি কমপক্ষে ৫ বছর কারাদণ্ড, অনধিক ২০ বৎসর সশ্রম কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড।

বিমান ছিনতাইচেষ্টায় একজনই জড়িত ছিলেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। পলাশ আহমেদ নামে সেই যুবক রোববার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত হন। তবে তাকে আরও কয়েকজন সহায়তা করে থাকতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply