২০১০ সাল পর্যন্ত দেশের দায়রা জজ আদালতগুলোতে বিচারাধীন সব ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত ।
সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের এক বেঞ্চ এ আদেশ দেন। একইসাথে ৬ মাসের মধ্যে এসব মামলার বিচার শেষ করে উচ্চ আদালতে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। আলাদা একটি মামলার শুনানিতে ফৌজদারি মামলার প্রসঙ্গ উঠে আসলে এ আদেশ দেন আদালত। মামলার জট সংক্রান্ত বিষয়ে আদালত নানা সময়ে নানা উদ্যোগের কথা জানিয়ে আসছেন।
Leave a reply