পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মানবাধিকার কমিশন। আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে। বিকালে চুড়িহাট্টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে যায় মানবাধিকার কমিশন।
সেখানে কমিশনের তদন্ত পরিচালক বলেন, মূলত আগুন লাগার কারণ তদন্ত করা হবে। পাশাপাশি, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, ইমারত বিধিমালা ও ফায়ার সার্ভিসের নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা মানা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। এসময়, কমিশন রিপোর্টে যা সুপারিশ করা হবে সরকার তা মেনে নেবে বলে আশা প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
Leave a reply