Site icon Jamuna Television

সাতক্ষীরা-বাগেরহাটে শিলাবৃষ্টিতে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

সাতক্ষীরার কলারোয়ায় শিলাবষ্টির সাথে ঝড়ের কবলে পড়ে জামশেদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে, ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাগেরহাটে। বিধ্বস্ত হয়েছে দুই শতাধিক কাঁচাঘর। ঘর চাপায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর প্রচণ্ড ঝড়ের সাথে ছিলো শিলাবৃষ্টি। এতে সদর, কচুয়া, ফকিরহাট, রামপাল ও মোংলায় দুই শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ঘর চাপায় খানপুর এলাকায় ৫ জন আহত হন। বিভিন্ন স্থানে ভেঙে গেছে বহু গাছ; উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। এতে অনেক জায়গায় বিদ্যুৎ সরববরাহ বন্ধ রয়েছে। ঝড়ের কবলে পশুর নদীর বিদ্যারবাহন খেয়াঘাটে একটি ড্রেজার এবং বঙ্গোপসাগরে দুটি ট্রলার ডুবে গেছে। দুবলার চর শুঁটকিপল্লীতে প্রায় অর্ধকোটি টাকার মাছ নষ্ট হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিস।

Exit mobile version