Site icon Jamuna Television

পরমাণু অস্ত্র কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান

ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ছেই। পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় বিমান বাহিনীর বোমা নিক্ষেপের পর ওড়িষ্যায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশটি।

এদিকে সময় মতো ও সঠিক জায়গায় ভারতীয় হামলার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের জনগন ও সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

এরই মধ্যে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক ইন্টারনেশনাল জানিয়েছে, পাকিস্তানের পরমাণু অস্ত্রাগার কর্তৃপক্ষের বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন ইমরান খান।

পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারের নিয়ন্ত্রণ, উন্নয়ন, গবেষণা এবং পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা হচ্ছে ন্যাশনাল কমান্ড অথোরিটি (এনসিএ)। আগামীকাল বুধবার এটির জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

বার্তা সংস্থা পিটিআই জানাচ্ছে, মঙ্গলবার বিকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ইমরান। তখন ভারতের বিমান হামলাকে ‘বিনা উস্কানিতে পরিচালিত আগ্রাসন’ হিসেবে অভিহিত করে, যার জবাব যথাসময়ে যথাস্থানে দেবে ইসলামাবাদ।

Exit mobile version