উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে বৈঠকে অংশ নিতে ভিয়েতনামে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে হ্যানয়ের নোই বাই বিমানবন্দরে পা রাখেন তিনি।
এর আগে ট্রেনে প্রায় আড়াই হাজার মাইল পথ পাড়ি দিয়ে ৭০ ঘণ্টার যাত্রা শেষে ভিয়েতনামে পৌঁছান কিম। আট মাসের ব্যবধানে আজ দ্বিতীয়বার মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছেন দু’নেতা। দু’দিনের বৈঠকে তারা আলোচনা করবেন- উত্তর কোরিয়ার পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণ, যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক নির্ধারণ এবং কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে। পরে অংশ নেবেন নৈশভোজে। বৃহস্পতিবার আবারও হবে বৈঠক। কোরীয় সংকট সমাধানে শান্তি বজায় রেখে উত্তর কোরিয়ার পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণ নিশ্চিতে উদ্যোগী হতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব সম্প্রদায়।
Leave a reply