এবার ভারতের আকাশসীমার মধ্যে ঢুকে বোমা নিক্ষেপ করেছে পাকিস্তানী যুদ্ধবিমান। আজ বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। টাইমস অব ইন্ডিয়া সহ ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, জম্মু কাশ্মিরের নওশেরা সেক্টরে পাকিস্তানী যুদ্ধবিমান প্রবেশের পর বোমা নিক্ষেপ করে।
তবে তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমান ধাওয়া করায় আবারও ফিরে গিয়েছে পাকিস্তানী বিমানগুলো। গত সোমবার ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বালাকোট এলাকায় বোমা নিক্ষেপ করে।
এর আগে সকালেই জম্মু কাশ্মিরের বুদগাম এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতের নিউজ ১৮ সংবাদ মাধ্যম জানাচ্ছে, কারিগরি কারণে মিগ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।
বিস্তারিত আসছে….
Leave a reply