হাতিরঝিলে নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে হাইকোর্টের রুল

|

রাজধানীর হাতিরঝিলে নকশা বহির্ভূত স্থাপনাগুলো কেন অপসারণ করা হবেনা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চে একটি সাপ্লিমেন্টারি রুলের জন্য আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে আদালত হাতিরঝিলের প্রকৃত নকশার ভেতরে অনুমতিবিহীন স্থাপনাগুলো সরানোর জন্য কেন ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে তার আগে হাতিরঝিলে অবৈধ স্থাপনাগুলোর সংখ্যা আদালত জানতে চান। গত জানুয়ারিতে জনস্বার্থে রিটটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply