বড়পুকুরিয়া-কালিয়াকৈর বিদ্যুৎ সঞ্চালন লাইন; খরচ ৩৩২২ কোটি টাকা

|

তিন হাজার ৩২২ কোটি টাকা ব্যয়ে বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি-একনেক। এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে সাড়ে বারো হাজার কোটি টাকা।

ওই সভায় প্রকল্প নামের বিতর্ক এড়াতে মুক্তিযোদ্ধা অথবা নদীর নামে নামকরণের অনুসাশন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সাড়ে আটশ’ কোটি টাকা ব্যয়ে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, একনেক। এজন্যে এক হাজার একর জমি অধিগ্রহণ করবে সরকার। অর্থনৈতিক অঞ্চল গঠন হলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে স্থানীয়দের। সরকার সব মিলিয়ে একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এম এ মান্নান জানান, কালিয়াকৈরকে বিদ্যুৎ সরবরাহের জন্যে বড় কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply