মাশরাফীর সাথে জেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

|

নড়াইলে জেলার পদস্থ কর্মকর্তাদের সাথে নড়াইল-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তুজা। এছাড়া মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), স্থানীয় সরকারর বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান,নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গনপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলীগন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন, সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় এমপি মাশরাফী নড়াইলকে মডেল, মাদকমুক্ত, উন্নত এবং সুন্দর বাসযোগ্য জেলা গড়তে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ জন্য এমপি হিসাবে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এছাড়া তার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন প্রকার প্রতারণা করে সে বিষয়ে তাঁকে অবহিত করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply