সেনা সদস্যদের সাথে শোয়েব আখতারের হাস্যোজ্জ্বল ছবি

|

পাকিস্তানের সেনা সদস্যের সাথে হাসিমুখে ছবি টুইট করেছেন বিশ্ব বিখ্যাত ফার্স্ট বোলার শোয়েব আখতার। টুইট করে তিনি বলেন, কয়েকদিন ধরে আমাদের প্রধানমন্ত্রী বলছেন আমরা যুদ্ধ চাইনা। আলোচনায় বসে সমাধানের পরামর্শ দিয়েছেন। কিন্তু আমাদের দেশ যদি হুমকির মুখে পড়ে তাহলে যথাযথ জবাব দেয়া হবে।

শোয়েব আখতারের এই টুইটের সাথে অনেকেই রিটুইট করেছেন।

এদিকে বুধবার সকালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত ও ভারতীয় ভূখন্ডে বোমা নিক্ষেপের পর বিকালে ৬ মিনিটের সংক্ষিপ্ত এই ভাষণে ইমরান খান ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply