পাকিস্তানে আটক ভারতের পাইলটকে দ্রুতই ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী নয়াদিল্লি। বুধবার দেশটির সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের শীর্ষ গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইসলামাবাদের কাছ থেকে পাইলটকে ফিরিয়ে আনার ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে। পাইলটের রক্তাক্ত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় নিন্দা জানায় ভারত।
এছাড়া, পাইলটের ওপর নির্যাতন জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে অভিযোগ নয়া দিল্লির। বুধবার দিনভর হামলা-পাল্টা হামলায় উভয় দেশই প্রতিপক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
Leave a reply