মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৫

|

মিসরের রাজধানী কায়রোর প্রধান রেলস্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে কমপক্ষে ২৫ জনের। বুধবারের দুর্ঘটনায় আরও ৪৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন, আরও বাড়তে পারে নিহতের সংখ্যা।

রাজধানীর মূল রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় দায়ে এরইমাঝে পদত্যাগ করেছেন, দেশটির যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত। রামেসিস স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুসারে, গতিপথ আটকে দেয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগযুদ্ধে জড়ায়। এরমাঝে, একটি ট্রেন তখনো চালু ছিলো। যা, এগিয়ে সামনের ট্রেনটিকে ধাক্কা দেয়; জোরালো বিস্ফোরণের কারণে মুর্হূতেই ছড়িয়ে পড়ে আগুন। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগ স্টেশনে থাকা মানুষজন।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসি জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসাথে, দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছি। এরসাথে জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply