ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যবর্তী আলোচনা ফলপ্রসু হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
তবে এই আলোচনায় কোন ধরণের চুক্তি স্বাক্ষরিত হয়নি বলেও জানান ট্রাম্প। তবে এর মাধ্যমে উভয় দেশই ভবিষ্যতে আরো ফলপ্রসু আলোচনার আশা ব্যক্ত করেছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে সম্পর্ক খুব উষ্ণ এবং আমরা একে অপরকে খুব পছন্দ করেছি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়াকে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি বলেও মন্তব্য করেন। একই সাথে কোরীয় উপদ্বীপকে পারমানবিক অস্ত্রমুক্ত করতে নিজের ইচ্ছার কথাও জানান। এসময় ট্রাম্প আরো বলেন, আমরা উত্তর কোরিয়াকে আরো ছাড় দিতে চাই আমাদের মধ্যকার সম্পর্ক শীতল করার জন্য।
সংবাদ সম্মেলনে ট্রাম্প চায়না ও রাশিয়ার সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন আঞ্চলিক স্বার্থ রক্ষায় চায়না ও রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এই বৈঠকের মাধ্যমে দু দেশের আলোচনার জন্য আরো দ্বার উন্মুক্ত হলো।
Leave a reply