উত্তর কোরিয়ার যে কোন ‘অবিবেচনাপ্রসূত’ পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত মার্কিন বাহিনী। যে কোন হামলার ফল তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিউজার্সিতে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালির সাথে বৈঠকের পর এই হুশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প।
একই সাথে মার্কিন প্রেসডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিণতির কথা বিবেচনা করে নিজেদের পথ পরিবর্তন করবে উত্তর কোরিয়া।
এদিকে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সামরিক পন্থায় না গিয়ে কূটনৈতিকভাবে সংকট সমাধানেই জোর দিতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।
পরস্পরকে চিরশত্রু মনে করা পিয়ংইয়ং ও ওয়াশাটিংনের মধ্যে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কথা লড়াই চলে আসছে। গত দুই মাসে পর পর বেশ কয়েকটি মিসাইল পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিষয় চুড়ান্ত রকমের ক্ষুব্ধ হয়ে ওঠে হোয়াইট হাউস।
সর্বশেষ চলতি মাসের মাঝামাঝিতেই যুক্তরাষ্ট্রের গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ার পর থেকে উত্তেজনার মাত্রা আরো বেড়ে যায়।
/কিউএস
Leave a reply