অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডুয়েট

|

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশও দেয়া হয়েছে।

গতকাল রাত থেকেই গাজীপুর-শিমুলতরী সড়ক অবরোধ করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ছাত্ররা তাদের সেমিস্টার পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষকরা এ সময় জিজ্ঞাসাবাদ করার জন্য বাইরে অবস্থানরত কয়েকজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে ডেকে আনলে অান্দোলনরত ছাত্ররা উত্তেজিত হয়ে ৭টি গাড়ি এবং ভিসি অফিস ও শিক্ষকদের বাসভবনের জানালার কাঁচ ভাঙচুর করে। শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন শিক্ষক আহত হয়।

এ ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের বিচারের দাবিতে আজ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখেন শিক্ষকরা। পরে  ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।  ছাত্রদের আজকের মধ্যে হল ছাড়তে বলা হলেও ছাত্রীদের কাল সকাল ৮ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

যমুনা অনলাইন-এফআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply