পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে অভিযান

|

চকবাজার ট্র্যাজেডির পর পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউন সরানোর অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বেলা ১১টা থেকে ইসলামবাগ এলাকায় এই অভিযান চালায় একটি টিম।

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে গতকাল থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল সরানোর প্রক্রিয়া।অভিযানে দক্ষিণ সিটি করপোরেশন ও রাজউকের ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দিচ্ছেন। এতে অংশ নিয়েছে তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ডিপিডিসি। অভিযানে আবাসিক ভবন থেকে নিষিদ্ধ ও ক্ষতিকারক কেমিক্যাল অপসারণ করার কাজ চলছে। সিটি করপোরেশনের ঘোষণার পরও যারা গুদাম সরিয়ে নেননি তাদের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply