নিজেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ সোমবার নিজের ভেরিফাইড টুইটার এ্যাকাউন্টে টুইটের মাধ্যমে এমন মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।
চলমান কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলায় চূড়ান্ত যুদ্ধ পরিস্থিতি রুখতে শান্তির বার্তা হিসেবে পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনকে মুক্তি দেয়ার পর আন্তর্জাতিক মহল থেকে ব্যাপকভাবে কূটনৈতিক প্রশংসা অর্জন করেন এই পাক প্রধানমন্ত্রী।
এরপরপরই টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ হিসেবে নোবেল পিস প্রাইজ ফর ইমরান খান ব্যাপক হারে টুইট করা হয়।
একটি উর্দু টুইটে তিনি বলেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের জন্য উপযুক্ত নই। বরং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যিনি বিতর্কের ঊর্ধ্বে থেকে কাশ্মীরের জন্য শান্তির বার্তা ও একটি গ্রহণযোগ্য সমাধান নিয়ে আসতে পারবেন একই সাথে এই উপমহাদেশে মানব উন্নয়নের জন্য কাজ করবেন তিনিই এই পুরস্কারের যোগ্য।’
এর আগে আরেক টুইটে তিনি বলেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। এর যোগ্য সেই ব্যক্তিই যিনি কাশ্মীরি জনগণের ইচ্ছার ভিত্তিতে কাশ্মীরে বিতর্কের সমাধান করবেন এবং উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নের পথ সৃষ্টি করবেন।’
Leave a reply