সম্পূরক তালিকা প্রকাশ, ডাকসুতে ৪৩ হাজার ২৫৫ ভোটার

|

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন। তারাই ১১ মার্চ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১৮টি আবাসিক হলে একযোগে এই তালিকা প্রকাশ করা হয়। ভোটার তালিকা প্রকাশের আগেই গতকাল থেকে সোমবার আনুষ্ঠানিক প্রচারণার নেমেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

তিন দশক পর আদালতের নির্দেশে এবার ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডাকসু নির্বাচনের ১০টি প্যানেল আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বামজোট, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রমৈত্রী, ছাত্রমৈত্রী জোট, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, স্বতন্ত্র জোট, স্বাধীকার আন্দোলন। এ ছাড়াও স্বতন্ত্রভাবে অনেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ মার্চ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থীকে বেছে নিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদলসহ নির্বাচনে অংশ নেওয়া প্রগতিশীল দলের নেতা ও কর্মীদের প্রচারণা চালাতে দেখা গেছে। শিক্ষার্থীদের আবাসন সঙ্কট, মানসম্মত খাবার, পরিবহন সঙ্কট, বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার পরিবেশ বাড়ানোর মতো বিষয়কে গুরুত্ব দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply