প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না হিলারি ক্লিনটন

|

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন না সাবেক মার্কিন ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি নিজেই জানান একথা।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে হেরে যান হিলারি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট পদে দাঁড়ানো প্রথম নারী প্রার্থী ছিলেন তিনি। নির্বাচনপূর্ব প্রায় সব জনমত জরিপে হিলারির পক্ষে ফল আসায় নির্বাচনে তার পরাজয় ছিল ডেমোক্র্যাটদের জন্য বড় ধাক্কা। পরবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনে দাঁড়াতে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, কমলা হ্যারিস, তুলসি গ্যাবার্ডসহ আলোচিত অনেক নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply