১৪ মাস পর মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল শুরু

|

মেহেরপুর প্রতিনিধি
দীর্ঘ ১৪ মাস বাস চলাচল বন্ধ থাকার পর আবারও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে সরাসরি কুষ্টিয়ায় উদ্দেশে বাস ছেড়ে যায়।

এর আগে কুষ্টিয়া অঞ্চলের খলিসাকুন্ডি থেকে কুষ্টিয়া পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। পরবর্তিতে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও কুষ্টিয়ার জেলা প্রশাসন আসলাম হোসেনের হস্তক্ষেপে বাস চলাচল শুরু হয়। সোমবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে এক বৈঠকের মাধ্যমে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চালাচলের সিদ্ধান্ত নেয়।

খলিসাকুন্ডি থেকে কুষ্টিয়া পর্যন্ত সড়কে যান চলাচলে অনুপোযোগী হয়ে পড়ার কারণে প্রায় ১৪মাস ধরে মেহেরপুর কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া বাস মালিক সমিতি। চরম দুর্ভোগের মধ্যে পড়ে যাত্রীরা। ২০১৭ সালের ১৩ অক্টবর থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply