বোমা ফাটালেন পারভেজ মোশাররফ

|

ভারতের বিপক্ষে জঙ্গিদের ব্যবহার করার কথা স্বীকার করলেন মোশাররফ

পাকিস্তানের ভূখণ্ডে পরিচালিত বালাকোট অভিযানের সত্যতা নিয়ে এখনও ভারতের রাজনীতিতে থামেনি অর্ন্তকোন্দল। বরং, দিন-দিন বাড়ছে কথার লড়াই। চলছে পাকিস্তানের সাথেও বাকযুদ্ধ। এর মাঝেই বোমা ফাটালেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ইঙ্গিত দিলেন, প্রতিবেশীর বিরুদ্ধে একসময় ‘জয়েশ-ই-মোহাম্মদ’কে ব্যবহার করতো ইসলামাবাদ।

রাজনৈতিক বাহাসে বিরক্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, নতুন-নতুন সব ইস্যু বের করছে তারা। এতদিন সংখ্যালঘু অত্যাচার, জিএসটি নিয়ে পড়েছিলো। এখন নতুন ইস্যু বের হয়েছে- বালাকোট অভিযানের তথ্য-প্রমাণ উপস্থাপন করুন। কিন্তু, তারা কি এটা বুঝতে পারছে না যে এতে সেনাবাহিনীর অপমান হচ্ছে।

এবার এই আগুনে নতুন করে ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ইঙ্গিত দিলেন, কাশ্মিরের স্বাধীনতার জন্যেই জয়েশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বার মতো সশস্ত্র সংগঠনগুলোকে একসময় ব্যবহার করতো তার দেশের সেনাবাহিনী।

মোশাররফ আরও বলেছেন, ১৯৯০ সালের দিকে কাশ্মির আন্দোলন বিশালাকার ধারণ করে। সেসময়, ভারতীয় সেনাবাহিনী কাশ্মিরীদের ওপর ভয়াবহ অত্যাচার করে। যা থেকে প্রাণে বাঁচতে তারা পাকিস্তানে আশ্রয় নেয়। এইসব সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেয়া হয় বীরোচিত সম্মান; তাদের পর্যাপ্ত প্রশিক্ষণও দেয়া হয়। প্রতিবেশীদের ওপর প্রতিশোধ নেয়াই ছিলো তাদের মূল লক্ষ্য। অথচ, যুগ পাল্টানোর পর তারাই এখন সন্ত্রাসবাদী সংগঠন।

এদিকে, দু’দেশের টানাপোড়েন নিরসনে সংলাপে বসার আহ্বান বহাল রেখেছে প্রতিবেশী ও মিত্র দেশগুলো। এমনকি, জয়েশ-ই-মোহাম্মদের অন্যতম প্রধান নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে জাতিসংঘে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেও এসেছে আশ্বাস।

চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, আমরা কখনোই চাই না ভারত-পাকিস্তানের মতো দুটি শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ-বিবাদ লেগে থাকুক। সন্ত্রাসবাদ নির্মূলে, বেশ কিছু উদ্যেগ গ্রহণ করেছে ইমরান খান সরকার। একে সাধূবাদ জানানোর পাশাপাশি সংলাপে বসা উচিৎ দু’পক্ষের। এতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতাও বেশ জরুরি।

চিরবৈরী প্রতিবেশীর প্রতি শান্তির বার্তা নিয়ে ১৪ মার্চ নয়াদিল্লি যাবে পাকিস্তানের একটি প্রতিনিধি দল। এসময়, পাঞ্জাবে তীর্থযাত্রীদের প্রবেশ, দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখার পাশাপাশি সীমান্ত উত্তেজনা নিরসনে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

এদিকে, চলমান উত্তেজনায় ভারতের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৩ মাস করেছে যুক্তরাষ্ট্র।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply