অ্যাপল কর্তাকে ভুল নামে ডেকে ফের হাসির খোরাক হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রীতিমত উত্তাল সৃষ্টি করেছে। কর্মক্ষেত্রের সুযোগ সুবিধা, নীতি-নিয়ম নির্ধারণ নিয়ে হোয়াইট হাউসে বুধবার আমেরিকান ওয়ার্কফোর্স পলিসি অ্যাডভাইসরি বোর্ডের বিশেষ বৈঠকেই এ ঘটনা ঘটে।
ডোনাল্ড ট্রাম্প, তাঁর মেয়ে তথা উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন অ্যাপল কর্তা টিম কুকও। আলাপ-আলোচনার মধ্যেই আচমকা টিম কুককে ‘টিম অ্যাপল’ বলে বসেন ডোনাল্ড ট্রাম্প। যা গলার কাটা হয়ে দাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাতে বাবার ভুল শোধরাতে এগিয়ে না এলেও, অস্বস্তিতে পড়তে দেখা যায় ইভাঙ্কাকে। আর তার জেরেই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে রসিকতা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
কেউ বলেন, ‘ডোনাল্ড ডাক’ বলে ডেকে পাল্টা জবাব দেওয়া উচিত ছিল টিম কুকের। অনেকে আবার অ্যাপল প্রতিষ্ঠাতা, প্রয়াত স্টিভ জোবসকেও টেনে আনেন। করতে থাকেন হাসি ঠাট্টা।
যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউসের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
এর আগেও একই ভুল করতে দেখা করতে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। কখনও নেপালকে ‘নিপল’ বলেছেন তিনি। কখনও আবার ভুটানকে ‘বাটন’ বলে উল্লেখ করেছেন। অ্যামাজন কর্তা জেফ বেজোসকে একবার ‘জেফ বোজো’ বলেও ডেকেছিলেন ট্রাম্প।
Leave a reply