সদরঘাটে নৌকাডুবির ঘটনায় শুরু ২য় পর্যায়ের উদ্ধার অভিযান

|

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছেন।

রাতেই তাদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২টা থেকে বন্ধ থাকার পর সকাল ১০টায় শুরু হয় ২য় পর্যায়ের উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে।

নৌকাডুবির ঘটনায় নিখোজদের মধ্যে তিনজনই শিশু। এছাড়া লঞ্চটির ধাক্কায় গুরুতর আহত পরিবারের আরেক সদস্য শাহজালালকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থেকে নৌকা করে সদরঘাট টার্মিনালে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালগামী সুরভী ৭ লঞ্চের পেছনে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ পরিবারটি লঞ্চে উঠার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply