সুনামগঞ্জে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: ১২ জন আহত

|

???????????????????????

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজারে আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আব্দুর রহিম ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তানভীর আশরাফি বাবুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত হয় দু’পক্ষেরই ১২ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply