ডাকসু নির্বাচন: থাকছে না পোলিং এজেন্ট

|

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে থাকছে না কোনো পোলিং এজেন্ট। এক্ষেত্রে সংশ্লিষ্ট হলের শিক্ষকরাই পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক হলের প্রভোস্ট জানিয়েছেন। তবে নির্বাচনী আচরণবিধিতে পোলিং এজেন্ট রাখার কথা বলা হয়েছে।

আচরণবিধির ১১ এর (খ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের নির্ধারিত স্থানে অবস্থান করবেন।

এবিষয়ে সূর্যসেন হলের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক বাহাউদ্দিন জানান, পোলিং এজেন্ট থাকবে না। হলের শিক্ষকরাই পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহণ ও গণণার সময় প্রার্থীরা উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

যমুনা অনলাইন: এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply