ওবায়দুল কাদেরকে কাল কেবিনে নেয়া হবে

|

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আগামীকাল আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। আজ সকালে এ তথ্য জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

বিবৃতিতে জানানো হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের ক্রম উন্নতি হচ্ছে। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথেও স্বাভাবিকভাবে কথা বলছেন তিনি। শারীরিক অবস্থা অপরিবর্তনীয় থাকলে, সোমবার ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হবে। এর আগে, কার্ডিও থেরাপিস্ট সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সবশেষ শারীরিক অগ্রগতির কথা পরিবারকে জানান। এসময়, সেখানে উপস্থিত ছিলেন সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের, ভাই মেয়র আবদুল কাদের, হাইকমিশনার মোস্তাফিজুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply