রাতেই হলে হলে যাচ্ছে ব্যালট বক্স

|

কাল বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হলে-হলে ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানোর হচ্ছে। সিনেট ভবনে অবস্থিত প্রধান রিটানিং কর্মকর্তার অফিস থেকে রাতেই হলে পাঠানো হবে ব্যালট বক্স এমনটাই জানালেন সুর্যসেন হলের চিফ রিটানিং অফিসার অধ্যক্ষ বাহাউদ্দিন।

এদিকে হলে হলে তৈরি করা হচ্ছে পোলিং বুথ। প্রতি ১২০ জন ছাত্রের জন্য একটি করে বুথ রাখা হয়েছে। ভোট গ্রহণের জন্য ১৮টি হলে ৫০৮টি বুথ স্থাপন করা হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, সলিমুল্লাহ মুসলিম হলে বুথ থাকবে ৩৫টি, শহীদুল্লাহ হলে ২০টি, ফজলুল হক মুসলিম হলে ৩৫টি, অমর একুশে হলে ২০টি, জগন্নাথ হলে ২৫টি, কবি জসীম উদি্দন হলে ২০টি, মাস্টারদা সূর্যসেন হলে ৩২টি, হাজী মুহাম্মদ মুহসীন হলে ৩০টি, রোকেয়া হলে ৫০টি, কবি সুফিয়া কামাল হলে ৪৫টি, শামসুন্নাহার হলে ৩৫টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ১৯টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২২টি, স্যার এ এফ রহমান হলে ১৬টি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৪টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২০টি এ বিজয় একাত্তর হলে ৪০টি বুথ থাকবে।

এদিকে, নির্বাচনে ৪২ হাজার ৯২৩ জন শিক্ষার্থী ভোট দিতে পারবেন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। সে হিসেবে একজন ভোটার ভোটদানের জন্য সময় পাবেন ৪ মিনিট।

একজন ভোটার কেন্দ্রীয় সংসদের জন্য ২৫টি এবং হল সংসদের জন্য ১৩টিসহ মোট ৩৮টি ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, প্রায় ২৯ বছর পর ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply