ঢাকা জজকোর্টে লিফট ছিঁড়ে ছয় আইনজীবীসহ ১৪ ব্যক্তি আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া এ রিট করেন।
হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রিটে আহতদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া ১৫ দিনের মধ্যে পুরনো লিফট পরিবর্তন করে নতুন লিফট পুনঃস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পুরনো ভবনের পাঁচতলা থেকে একটি লিফট ছিঁড়ে পড়ে।
Leave a reply