Site icon Jamuna Television

১-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ

তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই খেলায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাহবুবুর রহমান সুফিলের শেষ মুহুর্তের গোলে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বাংলাদেশ।

প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও একাধিক সুযোগ তৈরি করেছিলো জাফর-বাদশাহরা। তবে মালদ্বীপ গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও চলে বাংলাদেশের গোল মিসের মহড়া। শেষপর্যন্ত কোচ মাহবুব রক্সির দলের ত্রাতা হয়ে আসেন স্ট্রাইকার সুফিল। তার গোলেই প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে এএফসি অনূর্ধ্ব ১৯ বাছাইপর্বের টেবিলের শীর্ষে বাংলার যুবারা। এদিকে দিনের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১০-০ গোলের বড় জয় পেয়েছে ফেভারিট উজবেকিস্তান। সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ এই উজবেকিস্তান। বাছাই পর্বে প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন আর সেরা ৫ গ্রুপ রানার্স আপ সুযোগ পাবে চূড়ান্তপর্বে।

Exit mobile version