ভিসির বাস ভবনের সামনে ভোট বর্জনকারী সব সংগঠনের বিক্ষোভ

|

ডাকসু নির্বাচনে ভোট বর্জনকারী সব ক’টি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এরআগে বর্জনকারী সংগঠনের নেতা কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হলে হলে গিয়ে গণসংযোগ করে।

এদিকে ছাত্রলীগ ছাড়া সব সংগঠন ও প্যানেলের প্রার্থীরা নির্বাচন প্রত্যাখ্যান করে। দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসু’র ভোট গ্রহণে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ব্যাপক অনিয়ম এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নীরবতার প্রতিবাদে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার দাবি জানায় ৫টি বিরোধী জোট ও প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে ভিসির বাস ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভিসি পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে দেখা গেছে।

দুপুরে বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্রদল প্রার্থী ও নেতারা ভোট বর্জনের ঘোষণা দিয়ে নতুন নির্বাচনের দাবি জানায়।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply