নুর ভিপি নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের বিক্ষোভ

|

কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হওয়ায় বিক্ষোভ করছেন ছাত্রলীগের নেতারা। ফলাফল ঘোষণার পর থেকেই তারা “ভুয়া ভুয়া” রব তুলতে থাকে। এক পর্যায়ে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে ভিসি অধ্যাপক আখতারুজ্জামান ও অন্যান্য শিক্ষকদের সামনেই তারা এমন আচরণ করতে থাকেন। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সবাইকে নিবৃত করার চেষ্টা করেন।

সবাইকে অনেকটা চমকে দিয়েই ডাকসু’র ভিপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর। ডাকসু’র সাধারণ সম্পাদক-জিএস নির্বাচিত হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এজিএস পদে জয় লাভ করেছেন একই প্যানেলের প্রার্থী ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর পেয়েছেন ১১০৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯১২৯ ভোট।

মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে ভিসি অধ্যাপক আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply