আড়াই দিনও টিকলো না বাংলাদেশ, আবারও ইনিংস পরাজয়

|

ওয়েলিংটন টেস্টে আড়াই দিনও টিকতে পারেনি বাংলাদেশ, এড়াতে পারেনি ইনিংস পরাজয়। ইনিংসের সঙ্গে ১২ রানের হারে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ হারলো বাংলাদেশ। ৫ম দিনের প্রথম সেশনেই বাংলাদেশ অলআউট হয় ২০৯ রানে।

হাতে থাকা ৭ উইকেট নিয়ে শেষদিনের বাংলাদেশের একটাই চাওয়া ছিলো, কোন রকম দিনটা পার করা। আগের দিনের অপরাজিত সৌম্য-মিঠুনের ব্যাটে শুরুটা মন্দ ছিলো না। কিন্তু স্কোর বোর্ডে ৩২ রান যোগ করতেই বিদায় নিলেন সৌম্য।

মাহমুদুল্লাহর সঙ্গে মিঠুনের ৪০ রানের জুটিতে স্বপ্ন তখনো ফিকে হয়নি। তবে ওয়াগনারের শর্ট বলে মিঠুনের দৃষ্টিকটু শট বিপদে ফেলে বাংলাদেশকে। হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে তিনি ফেরেন ৪৭’এ।

১২ রানের মধ্যে লিটন-তাইজুল ফিরলে ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জটা কাঁধে পড়ে অধিনায়ক মাহমুদুল্লার। ওয়াগনার ৫ উইকেট তুলে নেয়ায় চেষ্টা করেও তিনি আর পরেননি, ঘাটতি থেকে যায় ১২ রানের। ৬৭ রানে তিনি আউট হলে ছোট গল্পের ইতি টানতেও আর সময় লাগেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply