রাষ্ট্রহীন মানুষের তালিকায় শীর্ষে রোহিঙ্গারা

|

বিশ্বে রাষ্ট্রবিচ্যুত এবং দেশহীন মানুষের সংখ্যা অন্তত ৩০ লাখ। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা জাতিগোষ্ঠী। নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির শরণার্থী বিষয়ক কমিশনের তরফ থেকে বলা হয়, অধিংকাংশ ক্ষেত্রে সংখ্যালঘু এসব দেশহীন মানুষের নেই কোনো স্বীকৃতি, পরিচয় এবং কর্মসংস্থান। এসবের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের মতো মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত তারা। মিয়ানমার, ইরাক, সিরিয়াসহ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোতেই রাষ্ট্রহীন মানুষের সংখ্যা বেশি। এদের মধ্যে ৬ লাখের বেশি মানুষ রোহিঙ্গা জাতিগোষ্ঠীর। যা রাষ্ট্রহীন মানুষদের তালিকার শীর্ষে। অবিলম্বে এসব দেশহীন মানুষকে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করতে বিশ্বশক্তি গুলোর প্রতি আহ্বান জানিয়েছে UNRA।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply