পাঞ্জাব পার্লামেন্টে জনপ্রতিনিধিদের বেতন বাড়ানোর সিদ্ধান্তের চরম হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার পাঞ্জাব পার্লামেন্টে জনপ্রতিনিধিদের বেতন বাড়ানোর বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।-খবর ডন অনলাইনের
বিল পাশ হওয়ার পর স্পিকারের বেতন ৩৭ হাজার রুপি থেকে লাফিয়ে দুই লাখে পরিণত হয়েছে। আর ডেপুটি স্পিকার যেখানে পেতেন ৩৫ হাজার রুপি, তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার। এভাবে মন্ত্রিপরিষদ সদস্য ও উপদেষ্টাদের বেতনও বেড়েছে।
বিল পাশের একদিন পর টুইটারে দেয়া এক পোস্টে ইমরান খান বলেন, পার্লামেন্টে মন্ত্রী, এমপিদের বেতন ও সুবিধা বাড়ানোয় আমি গভীরভাবে হতাশ।
তিনি বলেন, পাকিস্তানের সমৃদ্ধি ফিরে আসার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। কিন্তু এখন আমরা আমাদের সব নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধাগুলো দিতে পারিনি। এটা সমর্থনযোগ্য হতে পারে না।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইটার পোস্টে বলেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কৃচ্ছ্রতা নীতি নিয়ে সম্ভবত পাঞ্জাব সরকার সচেতন না। অন্যতায় নিজেদের বিপুল সুবিধা নেয়ার এই লজ্জাজনক চর্চার ঘটনা ঘটত না।
Leave a reply