অস্টেলিয়ায় বিলিয়ন ডলারের ব্রডব্যান্ড ক্যাবল খেয়েছে কাকাতুয়া 

|

অস্ট্রেলিয়াতে বিলিয়ন ডলারের ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্যাবল খেয়েছে কাকাতুয়া। আর এই কাকাতুয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত ক্যাবল ঠিক করতেই ব্যয় করতে হয়েছে হাজার হাজার ডলার। এমন তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় ব্রডব্যান্ড নেটওয়ার্ক কোম্পানি। খবর বিবিসি। এদিকে অস্ট্রেলিয়ার ব্রডব্যান্ডের ধীরগতির জন্য সমালোচিত হয়ে আসছিলো। বর্তমানে বিশ্বে ইন্টারনেটে গতির দিক থেকে অস্ট্রেলিয়া ৫০তম অবস্থানে রয়েছে।

এই ধীরগতির কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে ব্রডব্যান্ডের ক্যাবলের দেশের বিভিন্ন জায়গায় কাকাতুয়া ঠোঁট দিয়ে আচড়ে ছিড়ে ফেলেছে।আর এই ক্যাবল পরিবর্তন করতেই হাজার হাজার ডলার ব্যয় করতে হয়েছে।

উপ-প্রকল্প ব্যবস্থাপক চ্যাডরিয়ান ব্রেসল্যান্ড বলেন, যখন এই কাকাতুয়ারা দল বেধে আসে তখন এদের নিয়ন্ত্রণ করা যায় না। এদিকে এই সমস্যা সমাধানে  বর্তমানে ক্যাবলের ওপর আলাদা স্টিলের কাভার দিয়ে বিলিয়ন ডলারের নেটওয়ার্ক রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।

টিবিজেড/

 

 

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply