আন্দোলন ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: ছাত্রনেতাদের প্রধানমন্ত্রী

|

যেকোন আন্দোলন ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্রকারীরা তৎপর থাকে, তাদের বিষয়ে সতর্ক থাকতে ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে, গণভবনে ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময়, কোটা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন হতেই পারে। তবে এধরনের কর্মকাণ্ড কখনই মেনে নেয়া যায় না।

অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে গত ১০ বছরে বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝনঝনানি ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজে বের করতে হবে। ডাকসু ভিপি নুরুল হক নুর প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানের দাবি জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply