নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু

|

নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে ড. মোহাম্মদ আব্দুস সামাদ এবং হুসনে আরা পারভীনের মৃত্যুর তথ্য আগেই পাওয়া গেলেও তালিকায় নতুন করে যোগ হয়েছে মোজাম্মেল হক এবং মোহাম্মদ ওমর ফারুকের নাম। তবে মিলছে না তাদের মরদেহ।

স্বজনদেরও এ ব্যাপারে কিছু জানাতে পারেনি নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। হামলার পর থেকে নিখোঁজ জাকারিয়া ভূঁইয়া নামে আরেক বাংলাদেশির হদিসও মিলছে না। তার নাম নেই হাসপাতাল বা মসজিদ কর্তৃপক্ষের প্রকাশিত হতাহতের তালিকায়। হন্যে হয়ে জাকারিয়াকে খুঁজছেন স্বজনরা। এখন পর্যন্ত এ ব্যাপারে নিউজিল্যান্ডের পুলিশও কোনো সহযোগিতা করতে পারেনি বলে দাবি তাদের।

শুক্রবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এদের মধ্যে পরিচয় শনাক্ত হয়েছে ১৫ জনের; যার মধ্যে বাংলাদেশি ছাড়া বাকিরা পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া আর মিসরের নাগরিক। আহত ৩৬ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৩ জন, যাদের মধ্যে আছেন দুই বাংলাদেশিও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply