প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে হোয়াটসআপ।এক বিবৃতিতে হোয়াটসআপ এর পক্ষ থেকে এই সমস্যার জন্য ব্যবহারকারীদের ক্ষমা চেয়েছেন। তবে কেনো এই সমস্যা হয়েছে তা জানায় নি।
বিবৃিতে হোয়াটসআপ জানায়, ‘আজ সকালে বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়ের ঘণ্টার জন্য হোয়াটসআপ ব্যবহার করা যাচ্ছিলো না, আমরা এখন সমস্যার সমাধান করেছি, এই অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী’।
শুক্রবার সকালবেলা বিশ্বজুড়ে হঠাৎ করেই হোয়াটসআপ ব্যবহার করা যাচ্ছিলো না। ম্যাসেজ পাঠানো ও গ্রহণ করা যাচ্ছিলো না। ম্যাসেজ করলে কানেক্টিং দেখাতো। সার্ভার সমস্যায় এই সমস্যায় পড়েন বিশ্বব্যাপী বিলিয়ন ব্যবহার কারীরা । সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় পশ্চিম ইউরোপ ও এশিয়ার ব্যবহার কারীরা।
টিবিজেড/
Leave a reply