আগামীতে খেলোয়াড়দের বিদেশে পাঠানোর আগে সেদেশের নিরাপত্তা ব্যাবস্থা পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মদিন উপলক্ষে “আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু” শিরোনামে এক সেমিনারে একথা জানান তিনি।
এসময় মন্ত্রী আরও বলেন, বিভিন্ন সময়ে এ ধরনের হামলার কারণে আমাদের প্রবাসীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশে চাপ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ স্টাডি ট্রাস্টের আয়োজনে সেমিনারে বক্তারা বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি এবং তার প্রভাব নিয়ে আলোচনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সহ আরো অনেকে।
উল্লেখ্য, শুক্রবার জুমার দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয়। এতে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।
এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কাছাকাছি লিনউড মসজিদেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। শান্তির দেশে এমন জঘন্য হামলার ঘটনায় গোটা বিশ্ব স্তম্ভিত।
Leave a reply