সিরিয়ায় পর এবার ইরাকেও শেষ শক্ত ঘাঁটি হারিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। শুক্রবার আইএসের কাছ থেকে ইরাকের সীমান্ত এলাকা আল কাইয়ামের নিয়ন্ত্রণ নেয় সেনারা।
এ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে গেল মাস থেকেই অভিযান জোরদার করে ইরাকি সেনাবাহিনী। সহায়তা দেয় সুন্নি বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী এবং শিয়া আধাসামরিক বাহিনীও। বাগদাদ বলছে, ২০১৪ সালে জঙ্গিরা ইরাকের যতটুকু এলাকা দখলে নিয়েছিলো তার ৯৫ শতাংশই উদ্ধার করা হয়েছে। মুক্ত হয়েছে ৪০ লাখের বেশি বাসিন্দা। এদিকে শুক্রবারই সিরিয়ায় জঙ্গিদের শেষ ঘাঁটি দেইর আজ জৌরের নিয়ন্ত্রণ নেয় আসাদ বাহিনী। এ দুই অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে আইএস জঙ্গিদের পরাজয় নিশ্চিত হলো বলে মনে করা হচ্ছে।
Leave a reply