মালিতে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৬ সেনার মৃত্যু

|

মালির মপতি’ প্রদেশের সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ সেনা সদস্য। রোববার, ঘটনাটি নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর।

স্থানীয় সময় ভোরে অর্তকিত হামলা চালায় জঙ্গিরা। সেসময়, বেশিরভাগ সেনা সদস্য ঘুমে ছিলেন। তাই, পাল্টা প্রতিরোধের সুযোগ কম ছিলো- এমন দাবি সেনা মুখপাত্র কর্ণেল দিয়ারান কোনে’র। তিনি জানান, বর্তমানে সামরিক ঘাঁটিটি বন্দুকধারীদের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ এখনও হামলার দায় স্বীকার করে বিবৃতি না দিলেও, সেনাবাহিনীর দাবি- এরসাথে আল-কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী জড়িত।

শুধু ২০১৮ সালেই, আইএস এবং আল-কায়েদাপন্থিরা মালিতে ২৩৭টি ছোট-বড় হামলা চালায়। যার, বেশিরভাগ লক্ষ্য ছিলো শান্তিরক্ষী বাহিনী বা সামরিক ঘাঁটিগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply